কিশোরগঞ্জে কভিড-১৯ সংক্রমিতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। শনাক্ত, সুস্থ ও মৃত্যু সবমিলিয়ে সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে।
৫ জুলাই (সোমবার) কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নতুন করে জেলায় ১০২ জন কভিড-১৯ সংক্রমিত হয়েছেন এবং সংক্রমণের কারণে ৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও মৃত আরো ১ জন সন্দেহ তালিকায় রয়েছেন।
জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৫ জন, হোসেনপুর উপজেলায় ৬ জন, করিমগঞ্জ উপজেলায় ৫ জন, তাড়াইল উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ৯ জন, কটিয়াদী উপজেলায় ৯ জন, ভৈরব উপজেলায় ২৪ জন, নিকলী উপজেলায় ৩ জন এবং ইটনা উপজেলায় ১০ জন রয়েছেন।
অপরদিকে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ৩ জন জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার বাসিন্দা। তিনজনই নারী। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।