বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

কিশোরগঞ্জে গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আজিজুল হক তালুকদার / ৩৬৭ বার
আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলার গুজাদিয়া ইউনিয়নে ৭৭ টি বৃক্ষরোপন করে এ কর্মসূচি পালন করা হয়।

২৮ সেপ্টেম্বর বৃহঃস্পতিবার বিকালে গুজাদিয়া ইউনিয়নের গোরস্থান বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দিলওয়ার হোসেন মঞ্জু। এসময় পার্শ্ববর্তী কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের ৭৭ টি বৃক্ষ রোপন করা হয়।

এছাড়াও উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের মাঝে বিভিন্ন ফলদ বনজ ও ঔষধি বৃক্ষের চারাও বিতরণ করা হয়।

এ সময় দিলওয়ার হোসেন মঞ্জু বলেন, বিশ্ব আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনে বৃক্ষ বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের ভূমিকা অতুলনীয়।

আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং প্রভাবের বিভিন্ন দিক সম্পর্কে গঠনমূলক পরামর্শ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের দৃষ্টি কেড়েছেন।

বৃক্ষ বিতরণ শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ