বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

কিশোরগঞ্জে ছাত্রদলের ৬ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৪২৩ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

কিশোরগঞ্জে হামলা ও ভাংচুরের মামলায় জেলা ছাত্রদলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২৫ অক্টোবর (সোমবার) সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সহ-সভাপতি মো. সাঈদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম নিশাদ, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ রায়হান, কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অলি উল্লাহ অলি ও জেলা যুবদলের সাবেক নেতা রুবেল মুন্সী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =

এ জাতীয় আরো সংবাদ