বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

কিশোরগঞ্জে ফেনসিডিল পাচারের সময় ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

কিশোরগঞ্জ সংবাদ অনলাইন ডেস্ক / ৪৮৯ বার
আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়া পাড়া গ্রামে প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ একটি আভিযানিক দল।

এসময় প্রাইভেট কার তল্লাশি করে ১৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসাথে ব্যবসার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল সেটও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত একজনের নাম হাসনাত (১৯) বগুড়া জেলা সদরের ইসরাফিলের ছেলে ও অপরজন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের আব্দুল হাই হিরার ছেলে হেফজুর রহমান (৩২)।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com