বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপিত

এম এ আকবর খন্দকার / ৪৭২ বার
আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

“স্বল্প সম্পদের সর্বোচ্চ, সর্বোত্তম, সর্বাত্মক সদ্ব্যবহারে সকলে সংশপ্তক” এ প্রতিজ্ঞায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস – ২০২১ পালিত হয়েছে।

২ ডিসেম্বর দিবসটি উদযাপন উপলক্ষ্যে বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর রুরাল পুওর (আর্প) এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহঃস্পতিবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে আনুষ্ঠানিকভাবে র‍্যালি কর্মসূচির উদ্বোধন করেন। র‍্যালি শেষে জেলা পাবলিক লাইব্রেরি মিলনাতয়নে আলোচনা সভার আয়োজন করা হয়।

আর্প এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম এর পক্ষে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ডাঃ মোছাঃ মাছুমা আক্তার।

আর্প এর পরিচালক মোঃ জাহাঙ্গীর ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় অর্গানাইজেশন ফর রুরাল এ্যডভান্সমেন্ট (ওআরএ) এর নির্বাহী ফকির মাজহারুল ইসলাম, তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তরিকুল আলম, চেতনার নির্বাহী পরিচালক মোঃ মুসা, ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, পিডিএ’র নির্বাহী পরিচালক মারিয়াতুল কিস্তিয়া পাপিয়া, আউস এর নির্বাহী পরিচালক মোঃ কাউসার, আপু’র নির্বাহী পরিচালক মোঃ এমদাদ উদ্দিন সবুজ, ফেয়ার এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, নির্বাহী সদস্য ডাঃ মাহফুজা সুলতানা রুমা প্রমুখ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কিশোরগঞ্জ জেলায় এনজিওদের বিভিন কার্যক্রম ও প্রতিশ্রুতি সমূহ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

এ জাতীয় আরো সংবাদ