কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযানে র্যাবের হাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
২৭ আগস্ট (শুক্রবার) রাতে, কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল এলাকায় কিশোরগঞ্জ র্যাব ১৪ সিপিসি- ২ কিশোরগঞ্জ এর আভিযানিক দল অভিযান চালিয়ে মো. উজ্জ্বল মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. উজ্বল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল এলাকার মো. ধনু মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন গণমাধ্যমকে জানান, মো. উজ্বল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. উজ্জ্বল মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।