কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র বলাৎকারের মামলার প্রধান আসামী জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ওস্তাদ বেলাল হোসেন ওরফে বিল্লালকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।
৩ আগস্ট (শুক্রবার) ভোরে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া পাঁচাশি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৫ ও ২৭ আগস্ট কিশোরগঞ্জ শহরের নগুয়া শ্যামলী রোডে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন বিল্লাল মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করে। পরে এই ঘটনা জানতে পেরে ছাত্রটির অভিভাবক মাদ্রাসায় যোগাযোগ করলে, প্রাথমিকভাবে দোষ স্বীকার করে বিল্লাল। এরপর মাদ্রাসার পরিচালক নাঈম বিল্লালকে পালিয়ে যেতে সহযোগিতা করে।
এ ব্যাপারে ভূক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় শিক্ষক বিল্লাল ও পরিচালক নাঈমকে আসামী করে একটি মামলা দায়ের করেন।