কিশোরগঞ্জে অংশীজনের সাথে শুদ্ধাচার, উত্তম চর্চা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুনুর রশিদ।
মতবিনিময় সভায় পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, মুনতাহা আখতার শাওন, দি নিউ ন্যাশান পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মেন্বার এম এ আকবর খন্দকার সহ প্রশিক্ষক ইয়াসমিন আক্তার, শায়রা বানু উমাইয়া প্রশিক্ষণার্থী সুমি দাস, সুবিধাভোগী মনি আক্তার প্রমুখ অংশগ্রহণ করেন।
এছাড়াও ভিজিডি, মাতৃত্ব ভাতাভোগী, প্রশিক্ষণার্থী, সেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।