কিশোরগঞ্জে সাপেড় ছোবলে মোমেনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর (সোমবার) ভোররাতে নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত মোছাঃ মোমেনা বেগম উপজেলার পুষনা হাজীপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ বাবু ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে আনুমানিক ৩ টার দিকে ঘুমন্ত অবস্থায় মোমেনা বেগমকে সাপে কাটলে ঘুম ভেঙ্গে যায় তার। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারলেও অসুস্থতা বোধ করতে থাকে মোমেনা বেগম। পরে হাত-মুখ ধুয়ে ঘুমাতে গেলে শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দেয়। তখন ঘরের ভেতর খোঁজাখুজি শুরু করলে সাপের দেখা পাওয়া যায়। এর অল্প কিছুক্ষণ পরেই ভোর রাত ৫ টার দিকে তীব্র বিষক্রিয়ায় মারা যান মোমেনা বেগম।
পরে সকাল ১০ টায় পরিবারের সদস্যরা একজন সাপুড়েকে ঢেকে আনলে, সাপুড়িয়া ঘরের ভিতরে গর্ত থেকে প্রায় ২ ফুট লম্বা বিষধর বোড়া সাপের একটি ছোট বাচ্চা উদ্ধার করে।
ঘটনার পর থেকেই এলাকায় আতংক বিরাজ করছে।