বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

কিশোরগঞ্জে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামী খুন ।। কিশোরগঞ্জ সংবাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৯৩৯ বার
আপডেটের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের সদর উপজেলার আবু হানিফ হাছু (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৭ আগস্ট (শুক্রবার) ভোরে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের শ্যামনগর দানাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ (হাছু) কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার বাসিন্দা মৃত নুরু মিয়ার ছেলে । হত্যা, ডাকাতি, অপহরণ, ভূমিদস্যুতা, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সশস্ত্র অবস্থায় মো. আবু হানিফ ওরফে হাছু পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চরপুমদী এলাকায় গেলে সেখানে ১০/১২ জনের একটি দল তার উপর হামলা চালায়। হাছু দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও ধনাইল শ্যামনগর গ্রাম এলাকায় দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে এবং এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।

পরে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাছুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম গণমাধ্যমকে জানান, সদর থানায় নিহতের নামে হত্যা, মাদক, ডাকাতি, পুলিশ এসল্ট, নারী নির্যাতন, অস্ত্র মামলাসহ ১২টি মামলা রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়াও আবু হানিফ হাছুর নামে পার্শ্ববর্তী হোসেনপুর থানায় অস্ত্র আইনে ও জমি জবরদখলের একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ