কিশোরগঞ্জে আসছে বহুল প্রতিক্ষিত করোনার টিকা। কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ৯ হাজার ৬০০ ডোজ করোনার টিকা আসছে। প্রতিটি ভায়াল ১০ ডোজ করে মোট ৯৬ হাজার ডোজ।
তিনি আরো জানান, আগামী শুক্রবার এগুলো কিশোরগঞ্জে আসার কথা রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের কোল্ডরুমে টিকার ভায়াল বা ডোজ রাখা হবে।
ইতোমধ্যে টিকা সংগ্রহের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এ টিকা নেওয়ার বিষয়ে অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।
নির্দেশনা অনুযায়ী প্রথমদিকে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।