গতকাল ১০ অক্টোবর রোববার ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের ৩২ পপি পার্টে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।
ডিফিএফ সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে সভায় ১৯ জন ডিপিএফ সদস্য অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় অনলাইনে যুক্ত ছিলেন বৃটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া, মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আকলিমা চৌধুরী এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার মোছাঃ খোদেজা বেগম। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূরে আলম।
ডিপিএফ এর মাসিক সভায় বিগত দিন ও চলতি মাসের কার্যক্রম সমূহেুর আলোচনা ছাড়াও প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।