বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।। কিশোরগঞ্জ সংবাদ

ডেস্ক রিপোর্ট / ৯৭৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার বিভিন্ন পদে মোট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২০ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫টায় মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত সময় শেষে দেখা যায়, মেয়র পদে ৭ জন, নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬১ জন এবং তিনটি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মোট ২৬ জন প্রার্থী হয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে চারজন দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীরা হলেন বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (আওয়ামী লীগ), মো. ইসরাইল মিঞা (বিএনপি), মো. নজরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. স্বপন মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি)।

এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, একে এম নজরুল ইসলাম ভূঞা জুয়েল এবং সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি  শফিকুল গনি ঢালী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঁচ জন, ২নং ওয়ার্ডে চার জন, ৩নং ওয়ার্ডে তিন জন, ৪নং ওয়ার্ডে ছয় জন, ৫নং ওয়ার্ডে পাঁচ জন, ৬নং ওয়ার্ডে নয় জন, ৭নং ওয়ার্ডে আট জন, ৮নং ওয়ার্ডে সাত জন এবং ৯নং ওয়ার্ডে চৌদ্দ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সংরক্ষিত আসনের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ছয় জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ছয় জন এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে দশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com