কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
৮ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাতে সদরের লতিফাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামে পল্লী চিকিৎসক সুদীপ কুমার ধরের বড় ভাই প্রদীপ কুমার ধরের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। প্রদীপ কুমার ধর স্থানীয় সাদুল্লার চর বাজারে মুদি ব্যবসা করেন।
জানা যায়, শুক্রবার রাতে ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লে বসত ঘরের জানালার গ্রীল কেটে ঘরে চোর ঢুকে। এসময় চোরেরা স্টীলের আলমারিতে রক্ষিত নগদ ১ লক্ষ সত্তর হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
প্রদীপ কুমার জানান, তিনি বৃহঃস্পতিবার ও শুক্রবার দুইদিনের ব্যবসার টাকা ঘরে রেখেছিলেন।
বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ আবু বাক্কার ছিদ্দিক কে অবহিত করলে তিনি এসআই দিলোয়ারকে ঘটনাস্থলে পাঠান। এসআই দিলোয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।