শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

খুব শিগগিরই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে – দীপু মনি

কিশোরগঞ্জ সংবাদ ডেস্ক / ৫৪৬ বার
আপডেটের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

দেশে ক্রমান্বয়ে কমে আসছে করোনাভাইরাসের সংক্রমণের হার। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে। এমনটিই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২৪ আগস্ট (মঙ্গলবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘আশা করি  যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর।  এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনও দেশের তুলনায় বেশি। কারণ করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, ‘সবাই সপ্তাহে ছয়দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।’

সভায় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =

এ জাতীয় আরো সংবাদ