বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন করিমগঞ্জ থানার জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক / ৫২৩ বার
আপডেটের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  জয়নাল আবেদীন। ২০২২ সালের (মে) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়।

২০ জুন (সোমবার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন করিমগঞ্জ থানায় যোগদান করার পর থেকে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্য বিবাহ, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন,চুরি ছিনতাই বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,মার্ডার মামলার মূল আসামি গ্রেফতার আলামত উদ্বারের ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে যাচ্ছেন।

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল মোঃ ইফতেখারুজ্জামান, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী সহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয়নাল আবেদীন জানান, এ স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ