গত ১৩ মে শুক্রবার কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টার প্রশিক্ষণ হলরুমে কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতি হ্রাস ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর নরসিংদী অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) কিশোর কুমার সাহা’র সভাপতিত্বে
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত সচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহা-পরিচালক আঃ গাফ্ফার খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্ন-সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন।
নরসিংদী কৃষি বিপণন অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিন ব্যাপী কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ আবু আদনান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি কিশোরগঞ্জে’র অতিরিক্ত পরিচালক মোঃ মাহাবুবুর রহমান।
প্রশিক্ষণে কৃষিপণ্য সংগ্রহত্তোর ক্ষতির কারন, বাজার ব্যবস্হাপনা, ন্যায্যমূল্য নিশ্চিত করন, ফসল মজুদ ছাড়াও কৃষি উৎপাদনে নতুন নতুন প্রযুক্তি বিষয়ে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ গ্রহনকারী কিশোরগঞ্জ সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার কৃষিপণ্য উৎপাদনকারী ও উদ্যোক্তাগণ তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় সদর উপজেলার লতিবাবাদ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দুর্নীতি ও মাঠ পর্যায়ে বিভ্রান্ত মূলক তথ্য প্রদান বিষয়টি তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর কিশোরগঞ্জ এর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শিখা বেগম।