বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

জেলায় নারী হকিতে চ্যাম্পিয়ন আতরজান উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক / ৬২২ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জ জেলায় নারী হকি প্রতিযোগিতায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

১০ নভেম্বর (বুধবার) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই নারী হকি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার চারটি স্কুল অংশ নেয়।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। আরেক ম্যাচে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। শিরোপা নির্ধারনী ম্যাচে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে একটি করে গোল করেন রাত্রি এবং রেশনা।

ম্যাচ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ জানান, প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ২০ জন খেলোয়াড়কে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ