করিমগঞ্জে জেলহত্যা দিবস উপলক্ষ্যে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর, বুধবার সন্ধ্যায় বাজারের পাটমহলস্থ পৌর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভান্ডারী।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালণায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, মোঃ জামাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, নাজমুল মাহমুদ দিপু, মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির প্রমূখ। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি/সম্পাদকসহ এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুকের পরিচালনায় দোয়া মাহফিলে জেলহত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করা হয়।