আজ দুবাইতে বাংলাদেশ সময় রাত আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
এর আগে টি-টোয়েন্টিতে এ দু’দল মুখোমুখী হয়েছে মোট ২৩ বার। এতে পাকিস্তান জিতেছে ১৩ ম্যাচ আর অস্ট্রেলিয়া জিতেছে ৯ ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাতে গেল ৫ বছরে কোনো টি-টোয়েন্টি ম্যাচে হারেনি পাকিস্তান। অন্যদিকে কখনো টি-টোয়েন্টি ফরম্যাটে শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চায় অস্ট্রেলিয়া। এ যেনো বাঁচা-মরার লড়াই।
এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে পাকিস্তান। মূল পর্বের পাঁচটি ম্যাচেই জিত আছে তাদের।
গেলো ম্যাচগুলোতে গড় রান আর হাফ সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা অস্ট্রেলিয়ার জন্য মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে। শেষ ৫ ম্যাচে বাবরের ব্যাট থেকে এসেছে ৬৬ গড়ে ২৬৪ রান। আর চলতি টুর্নামেন্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সর্বশেষ ৬ টি-টোয়েন্টির ৪টিতেই অর্ধশতক আছে বাবরের।
পাকিদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভরসা এখন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পা। দেখা যাক শেষ পর্যন্ত অজি প্রেমিকদের শেষ পর্যন্ত কি উপহার দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।