কিশোরগঞ্জের তাড়াইলে বন্যাদুর্গত এক হাজার অসহায় মানুষের জন্য খাবার তৈরি ও বিতরণ কর্মসূচি শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দারে আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু করা হয়।
[the_ad_placement id=”content”]
মঙ্গলবার (২৮ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার এর উপস্থিতিতে দামিহা ইউনিয়নের মাখনাপাড়া আবাসনে খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির প্রথম ধাপ শুরু হয়। উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ এসব খাবার বিতরণ করেন।
এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক, শহীদ খান, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, কবি হোসনে আরা পুতুল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক ছাদেকুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।