ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস সংক্রমণের রূপ। গেলো এপ্রিলের পর দুই মাসের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসলেও একদিনেই পাল্টে গেছে সামগ্রিক চিত্র। সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর পাশাপাশি,পাল্লা দিয়ে বেড়ছে আক্রান্তের সংখ্যাও।
গত ২৭ জুন (রবিবার), করোনা ভাইরাসে আক্রান্ত সারাদেশে মোট ১১৯ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৫২৬৮ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে খুলনায়, ৩২ জন। এছাড়াও ঢাকায় ২৪, চট্টগ্রাম ২২ ও রাজশাহীতে ২২, রংপুরে ৯, ময়মনসিংহে ৩, সিলেটে ৫ ও বরিশালে ২ জন মারা গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, লক ডাউন কিংবা শাট ডাউন যাই বলুননা কেন, যে কোন মূল্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে সকলকেই। নয়তো, প্রতিবেশী দেশ ভারতের মতো ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বাংলাদেশ ।