ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান ।
২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য। তিনি জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য।
উল্লেখ্য, গত ১৩ জুন টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ মো. আব্দুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।