কিশোরগঞ্জে নিকলী হাওরে আবারও নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে নিকলি থানা পুলিশ।
২৫ সেপ্টেম্বর (শনিবার) মো. আলমগীর (২০) ও রনি (২২) নামে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা থেকে ৫০ জনের একটি পর্যটক দল নিকলীতে বেড়াতে এসে উপজেলার শিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা এলাকায় ঘুরতে যায়। বিকেলে ঘোড়াদীঘা গ্রামসংলগ্ন ঘোড়াউত্রা নদীর পাড়ে কেওড়াগাছের তলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।
শনিবার সকালে রনি এবং দুপুরে আলমগীরের মরদেহ হাওরের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।