কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।
গত বুধবার ২০ (অক্টোবর) উপজেলার ধারীশ্বর পুকুরপাড় গ্রামে দুপুরে দিকে ৬ বছর বয়সী এক শিশু খেলাধূলা করতে বাড়ির পিছনে যায়। এসময় সুজন (৩৫) জোরপূর্বক শিশুটির মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টাকালে শিশুটির আর্ত চিৎকারে সুজন ভয়ে পালিয়ে যায়। শিশুটি ঐ অবস্থায়ই বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
ঘটনার পরপরই বেলা ২ টার দিকে শিশুটির বাবা নিকলী থানায় পুলিশকে ঘটনাটি জানান এবং সুজনকে আসামী করে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত সুজন ধারীশ্বর গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র।
পরে বুধবার রাতেই নিকলী থানার এসআই তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অভিযুক্ত সুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।