বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

নিকলীতে সকল নৌ যানে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক

নিকলী সংবাদদাতা / ৭৭০ বার
আপডেটের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

কিশোরগঞ্জের জনপ্রিয় হাওর পর্যটন এলাকা নিকলী উপজেলার সকল নৌ যানে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর (সোমবার) এ বিষয়ে নিকলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিকজামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উপজেলার সকল নৌ-যান মালিক, চালক ও মালিক সমিতিকে অবহিত করে এ জরুরী নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় সকলকে নৌ যানে লাইফ জ্যাকেট বা পানিতে জীবনরক্ষাকারী উপকরণ নিশ্চিত করতে বলা হয়েছে। এর কোনরূপ অন্যথা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্যটন এলাকা হিসেবে সারাদেশে নিকলীর বিশেষ পরিচিতি রয়েছে। বর্ষায় হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক পর্যটক নিকলীতে ছুটে আসেন। সম্প্রতি নিকলী ঘুরতে আসা একাধিক পর্যটকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

এ জাতীয় আরো সংবাদ