কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ জুলাই (শনিবার) পাকুন্দিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটিতে দৈনিক কালের কণ্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি আছাদুজ্জামান খন্দকারকে সভাপতি ও আরটিভি’র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আ.ন.ম. তানভীর হায়দার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে শামছুল আলম শাহীন (দীপ্ত টিভি) ও তরীকুল হাসান শাহীন (ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার (সংবাদ), কোষাধ্যক্ষ ক.ম.মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ রবিদাস (দৈনিক খবর), দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয় (আজকের পত্রিকা), কার্যকরী সদস্য পদে এসএএম মিনহাজ উদ্দিন (সকালের সময়), ওমর ফারুক আকন্দ (শতাব্দীর কণ্ঠ) ও মিজানুর রহমান (মুক্ত খবর) কে নির্বাচিত করা হয়।