বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বাজিতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাজিতপুর সংবাদদাতা / ৬০৭ বার
আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের  বাজিতপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে।

১৯ জুলাই (সোমবার) বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর হাজী বাড়ি এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এসময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৪০) ও মারুফ মিয়া (৩৫) নামে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এছাড়াও মোটর সাইকেলের অপর আরোহী সোহাগ মিয়া (৩০) গুরুতর আহত হয়েছে।

নিহতদের মধ্যে সুমন মিয়া জেলার ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার সেলিম মিয়ার ছেলে এবং মারুফ মিয়া একই এলাকার মৃত ইয়াকুব ভূঁইয়ার ছেলে। আহত সোহাগ মিয়ার বাড়িও একই এলাকায়।

এলাকাবাসী ও দুর্ঘটনা স্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সুমন, মারুফ ও সোহাগ মোটর সাইকেলে (ঢাকা মেট্রো ল-৩৮-৭৮৫২) বাড়ি ফিরছিল। ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০০৩৫) পিরিজপুর হাজী বাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সুমন ও মারুফ ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সোহাগ গুরুতর আহত হয়। সোহাগকে এলাকাবাসী উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।

ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মোটর সাইকেল উদ্ধার করে হেফাজতে নিলেও ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com