কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খালপাড়া গ্রামের বিশিষ্ট নাট্য অভিনেতা, ব্যবসায়ী বাবু রাধাকান্ত দেবনাথ (৮৬) আর নেই।
২৬ জুলাই (সোমবার) সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্য জনিত শ্বাসকষ্টসহ বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন তিনি।
বাবু রাধাকান্ত দেবনাথের মৃত্যুতে কিশোরগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব বাবু রাধাকান্ত দেবনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বাবু রাধাকান্ত দেবনাথ ঘাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য ছিলেন। পাশাপাশি ঘাগড়া শ্মশান কমিটিরও প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।
সিলেট কালিনন্দর মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়েছে।