কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় স্থানীয় গাবতলী বাজারে ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল, বিশেষ অতিথি পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন পাভেল, উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহ্ফুজ উপস্থিত ছিলেন।
বারঘড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান হালিমের সভাপতিত্বে ও হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মুক্তার, কাজল মিয়া, দিদার হোসেন, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তাগণ দলীয় নেতৃত্বে ত্যাগীদের মূল্যায়নের গুরুত্ব আরোপ করেন। কমিটি গঠনের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করতে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।