কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন্তী আক্তার নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ আগস্ট ( শনিবার ) সকাল ১১ টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ফতেরগোপ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শ্রাবন্তী আক্তার (১৩) করিমগঞ্জ পাইলট গার্লস স্কুলের অষ্টম শ্রেনির ছাত্রী ছিল। তার পিতার নাম দিলোয়ার হোসেন।
প্রতিবেশীরা জানায়, সকালবেলা ভেজা হাতে টিভির সুইচ অন করতে গিয়ে সুইচবোর্ডে প্লাগ সংযোগ দেওয়ার সময় শ্রাবন্তী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শ্রাবন্তীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।