কিংবদন্তি তারকা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় বিকেলে হার্ট এ্যাটাক এর শিকার হন এবং তিগ্রে তে নিজের বাস ভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসার পর কিছুদিন পূর্বেই বাসায় ফেরেন তিনি।
ফুটবলের গত পঞ্চাশ বছরের ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনাকে সবচেয়ে বড় তারকাদের একজন গণ্য করা হয়। তার নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে।