বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

বিসিবিতে আবারো নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন এমপি

স্পোর্টস ডেস্ক / ৭৭৩ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১) আবারো পরিচালক নির্বাচিত হয়েছেন পরপর দুইবারের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

৬ অক্টোবর (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে আবাহনী ক্লাব লি: এর মনোনীত প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরীতে (ক্যাটাগরী-২) নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে ক্যাটাগরী-১ এ ঢাকা বিভাগ থেকে বিজয়ী হয়েছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ। রাজশাহী বিভাগ থেকে ৭-২ ভোটের ব্যবধানে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাইফুল আলম স্বপন।

ক্যাটাগরী-২ এ বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন, ওবেদ নিজাম, গাজী গোলাম মর্তুজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, ইসমাইল হায়দার মল্লিক, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, এনায়েত হোসেন, মঞ্জুর আলম ও ফাহিম সিনহা।

ক্যাটাগরি -৩ এ ৩৭-৩ ভোটের ব্যবধানে নাজমুল আবেদীন ফাহিমকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়েছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম।

এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন, যার নির্দেশনায় আগামী চার বছর চলবে দেশের ক্রিকেট অঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ