বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি / ৫৫৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

১৭ আগষ্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে জঙ্গিবাদ উৎখাতের দাবি জানায় জেলা স্বেচ্ছাসেবক লীগ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-রায়পুর- আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায়  মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোক্তার শাহ ও মাসুদুর রহমান, সদর থানা সভাপতি হাসেম অাহম্মেদ রুপম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মো. আলাউদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মো. সোহেল, রায়পুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল পাটোয়ারী, দিদার হোসেন মোল্লা, পৌর আহ্বায়ক শিপন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল ও বাহার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদী গোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী ন্যাক্কারজনক বোমা হামলার সাথে জড়িত বিএনপি-জামায়াত নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ