কিশোরগঞ্জ জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি (১৯৬৯ – ১৯৭৪) বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দ আবুল ফারুক (৯৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
১৪ জুলাই (বুধবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুক কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ১১ জুলাই (রবিবার) শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৪ জুলাই (বুধবার) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যানা তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১৫ জুলাই (বৃহস্পতিবার) বাদ জোহর কটিয়াদী উপজেলার মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে চান্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।