বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

সাবেক সাংসদ ড. মিজানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি

করিমগঞ্জ প্রতিনিধি / ৮৮৪ বার
আপডেটের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, কিশোরগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, কিশোরগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

২৭ আগস্ট মুজিবুল হক চুন্নু এমপি শোক বার্তায় প্রবীণ রাজনীতিবিদ ও কিশোরগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ মরহুম ড. মিজানুল হক এর আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ড. মিজানুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ, তাড়াইল) আসনে আওয়ামী লীগ থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে বাকশালের রাজনীতির সাথেও জড়িত ছিলেন ড.মিজানুল হক। স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে তার।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =

এ জাতীয় আরো সংবাদ