বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

সি সি ক্যামেরার আওতায় করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

হাসান মুহাম্মদ রণক / ১১৬৯ বার
আপডেটের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

এখন থেকে সার্বক্ষণিক সি সি ক্যামেরার আওতায় থাকবে করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রম আরো জোরদার করতে ২৬ টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ।

শনিবার ২৭ ফেব্রুয়ারি, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন আনুষ্ঠানিকভাবে এ সিসি ক্যামেরার  উদ্বোধন করেন। এসময় প্রধান শিক্ষক মাহবুবুল আলম, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রশিদ খান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, বারান্দা এবং মাঠের কর্ণারে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়। ক্যামেরাগুলোর মনিটর থাকবে প্রধান শিক্ষকের কার্যালয়ে।

বিদ্যালয়ের সরকারি সম্পত্তির নিরাপত্তা, ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের নিরাপত্তা বিধান, পাঠদান ও আচরণ পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের মাঠকে অসামাজিক কার্যক্রমে ব্যবহার হতে বিরত রাখার ক্ষেত্রে সিসি ক্যামেরাগুলো ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ