কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৪ জন অসহায় ও জটিল রোগীদের চিকিৎসার্থে এ অনুদান প্রদান করা হয়।
২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ সুবিধাভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন। অনুদান হিসেবে ১৪ জনকে মোট ৪ লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়।
চেক বিতরণকালে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।