বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
Wellcome to our website...

২১ আগস্টের কুশীলবদের দ্রুত বিচার চায় করিমগঞ্জ পৌর আওয়ামী লীগ

মো: আব্দুল জলিল / ৭৩৪ বার
আপডেটের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে তীব্র নিন্দা ও গ্রেনেড হামলায় জড়িত সকল কুশীলবদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগ।

২১ আগস্ট (শনিবার) রাত ৭ টায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে করিমগঞ্জ স্বাধীনতা ভাস্কর্য চত্বরে এ মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

এসময় করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির স্বপন, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মেম্বার, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট জাকির হোসেন অভি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক হাসান কাজল, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ ওমর ফারুক, ছাত্রলীগ নেতা সুজন বাবুসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্বলন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হামলায় জড়িত সকল অপরাধীদের বিচার কার্যকর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, “আজ ইতিহাসের বর্বরোচিত সেই একুশে আগস্ট। ২০০৪ সালে এই দিনে প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তির দল। সেদিন তাদের হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী নিহত হন। আজো সেই গ্রেনেডের স্প্লিন্টার শরীরে নিয়ে বেঁচে আছে অনেকে, বরণ করেছে পঙ্গুত্ব।

ঘাতকেরা আজও থেমে নেই, তারা হায়েনার মতো  উৎ পেতে আছে। এখনই সেই ঘাতক স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এক হওয়ার সময়। তাদের বিচার নিশ্চিত করতে হবে, আমরা করিমগঞ্জ পৌর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রস্তুত আছি সব সময়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ